BdNewsEveryDay.com
Sunday, September 15, 2019

ফ্রান্সে দেশীয় সবজি চাষে সফল বাংলাদেশি

Sunday, August 25, 2019 - 513 hours ago

প্রবাসে বাংলাদেশি অভিবাসী অনেকে দেশীয় সবজি চাষ করে সুনাম কুড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় ফ্রান্সে সবজি চাষ করে সফল হয়েছেন বাংলাদেশি আইয়ুব আলী।

ফ্রান্সের আলো–বাতাসের মধ্যে গড়ে উঠছে আইয়ুব আলীর কৃষিখামার। এই খামারে বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ করেন তিনি। পাশাপাশি তাঁর খামারের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে কয়েকজন বাংলাদেশির।

রাজধানী প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে গ্রামের মধ্যে আইয়ুব আলী গড়ে তুলেছেন তাঁর কৃষিখামার। প্রায় ৪৫ বিঘা জমির ওপর বৃহৎ এ খামারে সবজির পাশাপাশি বাংলাদেশি মাছ চাষও করছেন তিনি।

খামারটিতে মূলত করলা, লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শিম, মরিচ, শিমলা মরিচ, কচু, পুঁইশাক, লালশাক, ডাঁটাশাক, বেগুন, টমেটোসহ নানান রকম শাক উৎপন্ন হয়।

দেশটির বিপুলসংখ্যক বাংলাদেশির সবজির চাহিদা মিটিয়ে আইয়ুব আলী ফরাসিদের কাছেও নিয়ে যাচ্ছেন বাংলাদেশি সবজি। ইতিমধ্যে অনেক ফরাসিকে বাংলাদেশি সবজির গ্রাহক করেছেন তিনি।

আইয়ুব আলী জানালেন, বর্তমানে তাঁর খামারে বেশ কয়েকজন বাংলাদেশি কাজ করছেন। খামারে সবজি উৎপাদন অত্যন্ত ভালো হচ্ছে। যা আয় করছেন, তাতে তিনি সন্তুষ্ট।

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে


bdnewseveryday.com © 2017 - 2018