BdNewsEveryDay.com
Thursday, June 04, 2020

ইনানিতে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Sunday, August 25, 2019 - 838 hours ago

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। আজ রোববার সকাল নয়টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে উখিয়ার ইনানি থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন। তিনি বলেন, আজ সকালে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ইনানি পুলিশ ফাঁড়িতে খবর দেয় স্থানীয় লোকজন।

পরে ইনানি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ সাহা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তাঁর পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। এসআই সিদ্ধার্থ সাহা বলেন, নিহত ব্যক্তির শরীরে দুটি গুলির চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের কোনো পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে


bdnewseveryday.com © 2017 - 2018