BdNewsEveryDay.com
Sunday, December 08, 2019

নিজেকেই গিলে ফেলছে সাপটি, ভিডিও ভাইরাল

Wednesday, August 14, 2019 - 838 hours ago

কথায় আছে, বিপদে পড়লে নাকি বাঘেও ঘাস খায়। কিন্তু তা বলে খিদের চোটে কেউ নিজেকেই খেয়ে ফেলে বলে শুনেছেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি সাপ নিজেকে খাওয়ার চেষ্টা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে সরীসৃপদের একটি অভয়ারণ্য রয়েছে, যেখানে শীতল রক্তের প্রাণীদের উদ্ধার করে এনে রাখা হয়। কিন্তু সেখানে একটি সাপকে তার মুখ থেকেই উদ্ধার করতে হয় কর্মীদের। ফরগটেন ফ্রেন্ড রেপটাইল স্যাংচুয়ারির জেসি রোথ্যাকার জানিয়েছেন, শুক্রবার সেখানকার কর্মীরা দেখেন, একটি ‘কিংস্নেক’ নিজের লেজ দিয়েই প্রাতরাশ সারতে চাইছে।

কিংস্নেক প্রায়শই অন্য সাপদের খেয়ে ফেলে। এমনকি কিংস্নেক, র‌্যাটেলস্নেক ও কপারহেড ভেনামদেরও হজম করে ফেলে।

রোথ্যাকার জানিয়েছেন, এই অভয়ারণ্যের ১৫ বছরের ইতিহাসে এটা প্রথম, যেখানে একটা কিংস্নেক নিজেকে খাওয়ার চেষ্টা করছে। বিষয়টি নজরে আসার পরই কর্মীরা সাপের মুখ থেকে তার লেজটি বের করে দেন।


bdnewseveryday.com © 2017 - 2018