BdNewsEveryDay.com
Wednesday, October 16, 2019

নাগরিকত্ব দিয়ে ধোনিকে নিউজিল্যান্ড দলে চান উইলিয়ামসন

Thursday, July 11, 2019 - 838 hours ago

২০১১ সালে তিনিই বিশ্বকাপ ফাইনালে জিতিয়েছিলেন দেশকে। দুরন্ত ছয়ে ওয়াংখেড়েতে ইতিহাস রচনা করেছিলে্ন। কিন্তু সে সব আজ অতীত। ২০১৯ বিশ্বকাপে বহু সমালোচনা সইতে হয়েছে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে।

বিশ্বকাপের সেমিফাইনালেও সেই সমালোচনার তীর ছুটে এসেছে ধোনির দিকে। যদিও দলের পক্ষে দামি ইনিংসটি তিনিই খেলেছেন। প্রয়োজনীয় অর্ধশত রান করে জয়ের কাছাকাছিও নিয়ে এসেছিলেন ভারতকে।

আর তাঁর এই মূল্যবান ইনিংসের জন্য তাঁকে দারুণ সার্টিফিকেট দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এই বয়সে ধোনিকে কি তিনি দলে নিতেন এই প্রশ্নের উত্তরে তিনি মজার সুরে বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলার বৈধতা তো ধোনির নেই।'

তারপর তিনি বলেন, ‘হ্যাঁ, এই পর্যায়ের অভিজ্ঞতার গুরুত্ব এই ধরনের খেলায় অপরিসীম। এবং আজ ও কাল তো বটেই পুরো প্রতিযোগিতাতেই ওর অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ।'

নিউজিল্যান্ডের অধিনায়ক আরো বলেন, ‘ও একজন বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু ও কি নিজের নাগরিকত্ব ছাড়তে চাইবে? সুযোগ পেলে আমরা ওকে দলে নেব।'


bdnewseveryday.com © 2017 - 2018