BdNewsEveryDay.com
Wednesday, October 16, 2019

ঝালকাঠির পেয়ারার ভাসমান হাটে মার্কিন রাষ্ট্রদূত

Thursday, July 11, 2019 - 838 hours ago

সংগ্রাম অনলাইন : ঝালকাঠিতে ঐতিহ্যবাহী পেয়ারার বৃহত্তর ভাসমানহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সদর উপজেলার ভীমরুলী গ্রামের খালে পেয়ারার ভাসমানহাটে এসে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। রাষ্ট্রদূত ভীমরুলী গ্রামের খালের ভাসমান পেয়ারারহাটে নৌভ্রমন করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভ্রমণ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি পেয়ারার ভাসমানহাটের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এখানকার প্রকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তারও প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।


bdnewseveryday.com © 2017 - 2018