BdNewsEveryDay.com
Thursday, November 14, 2019

নামাজের মধ্য অজু নষ্ট হলে কী করব?

Saturday, June 15, 2019 - 838 hours ago

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার তৃতীয় পর্বে নামাজের মধ্যে অজু নষ্ট হয়ে গেলে কীভাবে বাকি নামাজ আদায় করব, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নামাজের মধ্যে অজু নষ্ট হয়ে গেলে কীভাবে বাকি নামাজ আদায় করব?

উত্তর : সালাত নতুন করে শুরু করতে হবে না। তাকবির দিবেন না, আপনি সালাতে যে আবস্থায় আছেন সেখান থেকে সালাত শুরু করবেন। যদি রুকুতে গিয়ে আপনার অজু নষ্ট হয়, তাহলে আপনি রুকুতে যাবেন এবং রুকু থেকে আবার পরবর্তী তাকবিরগুলো শুরু করবেন।


bdnewseveryday.com © 2017 - 2018