BdNewsEveryDay.com
Wednesday, October 16, 2019

বিয়ের মঞ্চ ভেঙে মির্জা ফখরুল-মোশাররফ-আব্বাস আহত

Saturday, June 15, 2019 - 838 hours ago

বিএনপি দলীয় সাবেক এক সংসদ সদস্যের ছেলের বিয়ের দাওয়াতে গিয়ে মঞ্চ ভেঙ্গে আহত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন। 

শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজবাড়ী-৩ আসনের সাবেক এমপি বিএনপিনেতা আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে গিয়ে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় খন্দকার মোশাররফ হোসেন পায়ে আঘাত পেয়েছেন। এছাড়া মির্জা আব্বাসকে এ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী গণমাধ্যমকে বলেছেন, স্যার (মির্জা ফখরুল ইসলাম) সুস্থ আছেন, অক্ষত আছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘এটা তেমন কোনো ঘটনা নয়।’ তবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম একটি গণমাধ্যমকে বলেছেন, এত টাকা নিয়েও কী স্টেজ করেছে? বুঝতে পারলাম না। দুঃখজনক ঘটনা। ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হননি।

সকল


bdnewseveryday.com © 2017 - 2018