BdNewsEveryDay.com
Monday, August 19, 2019

অবৈধভাবে বালু উত্তোলনে ভেঙ্গে পড়ছে ব্রিজটি

Wednesday, May 15, 2019 - 838 hours ago

বরগুনার তালতলীতে ছোটবগী ও পাঁচাকোড়ালিয়া ইউনিয়নের খাল থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় ছোট বগী পিকে স্কুলের ব্রিজটি ভেঙ্গে পড়ছে তেমনি আশপাশের বাড়িঘর ও ফসলি জমি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত চার-পাঁচ মাস আগে অবৈধ ও অপরিকল্পিত ভাবে ব্রিজটির পাশ দিয়ে স্থানীয় জামাল ফকির নামের ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে। তার বাড়ীর পুকুর-ডোবা ভরাট করতে গিয়ে পি,কে স্কুলের বগীর খালের বালু উত্তোলন করার ফলে ব্রিজটি ভেঙ্গে পড়ছেন বলেন জানান এক স্কুল শিক্ষক। উপজেলার ছোটবগী ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের দুটি খালের উপরে ১৯৯১ সালে তৎকালীন সাংসদ প্রয়াত মোঃ মজিবর রহমান তালুকদারের সেতুটি নির্মিত করেন। সেতুটি নির্মিত হওয়ায় প্রতিনিয়ত ২০ হাজারেও বেশি পথচারীদের দুর্ভোগের কমে অন্য দিকে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাশেঁর সাঁকো পারাপারের জনদূর্ভোগের অবসান ঘটেছিল। ব্রিজটির পাশেই উপজেলার অন্যতম ছোটবগী পি,কে মাধ্যমিক বিদ্যালয় ও পি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের এখন স্কুলে আসা-যাওয়ার নদী পারাপার ব্যবস্থ্যা এখন হুমকির মুখে পড়ছে। স্কুলের একাধিক শিক্ষার্থীরা জানান, এই ব্রিজটির কারনে আমরা ঠিক সময় স্কুলে যেতে পারছিনা অনেক পথ ঘুরে তার পরে স্কুলে যেতে হয়। সরকারের কাছে জোর দাবি এই ব্রিজটি সংস্কার কওে দেয়। পিকে স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন চুন্নু জানান, স্থানীয় আঃ ছত্তার ফকিরের ছেলে জামাল ফকির তার ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য স্কুল সংলগ্ন ছোটবগী খাল থেকে বালি উত্তোলন করে তার বাড়ীর পুকুর-ডোবা ভরাট করতে গিয়ে পি,কে স্কুলের বগীর খালের উপরস্থ ব্রিজের প্রভূত ক্ষতি সাধন করেন। এবিষয় অভিযুক্ত জামাল ফকির কে মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। তালতলী উপজেলা নিবার্হী অফিসার দীপায়ন দাস শুভ জানান,যারা অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে ব্রিজটি ভেঙ্গে গেছে। তাদের বিরুদ্ধে তদন্ত কওে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।


bdnewseveryday.com © 2017 - 2018