BdNewsEveryDay.com
Monday, August 19, 2019

যশোরে সাত এইডস রোগী সনাক্ত

Tuesday, May 14, 2019 - 838 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক: যশোরে গত বছরে সাতজন এইচআভি/এইডস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, এ সংখ্যা আরও বেশি হতে পারে।

মঙ্গলবার যশোরে একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. হারুন-অর-রশিদ এ তথ্য জানান।

তিনি অভিযোগ করে বলেন, যশোরে এ রোগে আক্রান্তদের সংখ্যা থাকলেও জাতীয় এইডস কমিটি এ জেলায় একটি সভাও করেনি এবং হাসপাতালেও এ রোগের সেবার মান খুবই খারাপ।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এ সভার আয়োজন করে।

এফপিএবির নির্বাহী পরিচালক এএফএম মতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন শওকত, এফপিএবির তহুরা জামান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. অলোক কুমার সরকার, প্রোগ্রাম অফিসার আবিদর রহমান প্রমুখ।


bdnewseveryday.com © 2017 - 2018