BdNewsEveryDay.com
Sunday, November 17, 2019

স্টামফোর্ডে জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময়

Tuesday, April 30, 2019 - 838 hours ago

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগে জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী, এমিরেটাস প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার মুহম্মদ আব্দুল মতিন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক (প্রশাসন) গাউস পিয়ারীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশের নির্বাহী পরিচালক ডেবরা ইফ্রইমসন। তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন উন্নত দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও পড়ছে। এটা থেকে উত্তরণের উপায় ও শিক্ষার্থীদের করণীয় বিষয় তিনি তুলে ধরেন।

স্টামফোর্ড এবং ইন্সটিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ, কার ফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন স্টামফোর্ডের স্টুডেন্ট ওয়েল ফেয়ার এডভাইজর রেহানা আক্তার। 


bdnewseveryday.com © 2017 - 2018