BdNewsEveryDay.com
Monday, July 22, 2019

এবার সিরাজগঞ্জ সদরকে মাদকমুক্ত করতে চান এমপি মিল্লাত

Monday, April 15, 2019 - 838 hours ago

গত ৩১ মার্চ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার পর এবার সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ২ (কামারখন্দ-সদর) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

আজ সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসন আয়োজিত মাদক মুক্ত প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, যারা মাদক কেনাবেচনা, মাদকে আসক্ত হবে, তাদের চাকরি নয়, আইনি সহায়তা নয়, সামাজিক কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না। আগামী ১ জুলাই সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। মাদক কারবারি-মাদকাসক্ত যদি ক্ষমতাসীন দল, পুলিশ প্রশাসন বা সমাজের প্রভাবশালী ব্যক্তিও হয়, আওয়ামী লীগ থেকে কারো জন্য অনুরোধ করা হবে না।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সিরজাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ, বঙ্গবন্ধু থানা পশ্চিম অফিসার ইনচার্জ সৈয়দ শহীদ আলম।


bdnewseveryday.com © 2017 - 2018