BdNewsEveryDay.com
Monday, July 22, 2019

কণ্ঠশিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

Monday, April 15, 2019 - 838 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে গুরুতর অসুস্থ অবস্থায় রবিবার রাত ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। শিল্পীর কন্যা ফাল্গুনী নন্দী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে ফাল্গুনী নন্দী জনান, বর্তমানে একটু ভালো আছেন তার বাবা। দুশ্চিন্তার কিছু নেই। ফাল্গুনী সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। সেইসঙ্গে হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করতেও চিকিৎসকদের নির্দেশের কথা জানান তিনি।

জানা গেছে, সুবীর নন্দী দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন।গতকাল রোববার রাতে পরিবারসহ সিলেট থেকে ফেরার পথে  খুব অসুস্থা হয়ে পড়েন তিনি। তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএস/এএইচ


bdnewseveryday.com © 2017 - 2018