BdNewsEveryDay.com
Sunday, March 24, 2019

বেনাপোলে একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Friday, March 15, 2019 - 239 hours ago

যশোরের বেনাপোলে একাধিক মামলার পলাতক আসামি কুতুব উদ্দীন শশীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কুতুব উদ্দীন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, কুতুব উদ্দীনের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট বের হয়। এরপর থেকে সে পলাতক থাকে।

গোপন সংবাদে জানা যায়, বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এস আই কাজী এহসানুল হকের নেতৃত্বে পুলিশ পুটখালী গ্রাম থেকে কুতুব উদ্দীকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


bdnewseveryday.com © 2017 - 2018