BdNewsEveryDay.com
Tuesday, May 21, 2019

গুলশান-বনানীর সাথে বর্ধিত এলাকার পার্থক্য থাকবে না : মেয়র সাঈদ খোকন

Thursday, March 14, 2019 - 838 hours ago

আগামী এপ্রিলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার সড়কগুলোতে এলইডি বাতি বসানো হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, এরই মধ্যে বর্ধিত ওয়ার্ডগুলোর ১৯০ কিলোমিটার সড়কে ৬ হাজার ৬০০ এলইডি বাতি বসানো হয়েছে। আগামী ১ এপ্রিল এসব বাতি জ্বালানো হবে।

ডিএসসিসি'র বর্ধিত এলাকার জন্য ১০ হাজার এলইডি বাতি প্রয়োজন হবে। দুই মাসের মধ্যে এসব এলাকা এলইডি বাতির আলোয় আলোকিত হবে বলেও জানান মেয়র।

বৃহস্পতিবার দুপুরে কোনাপাড়া এলাকায় ডিএসসিসির নব নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন একথা বলেন।

এসময় স্থানীয় এমপি হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, নব নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, নব গঠিত ওয়ার্ডগুলোর রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এরইমধ্যে ৭৫ ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে সব কাজ শেষ হবে। এছাড়া ডিএসসিসিভুক্ত ওয়ার্ডগুলো নিয়ে মাস্টার প্লান করা হয়েছে। যাত্রবাড়ী থেকে দক্ষিণখান পর্যন্ত ৪০০ ফুট রাস্তা হবে বলে জানান মেয়র।

মেয়র বলেন, আগামী ১০ বছরের মধ্যে গুলশান-বনানীর সঙ্গে নব গঠিত ওয়ার্ডগুলোর কোন পার্থক্য থাকবে না। আমরা তিন ধাপে কাজ করব।

এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে আমাদের পরবর্তি প্রজন্ম আধুনিক সুবিধা পাবে। এসময় তিনি নবগঠিত ওয়ার্ডগুলোর কাজের ফিরিস্তি তুলে ধরেন।

সকল


bdnewseveryday.com © 2017 - 2018