BdNewsEveryDay.com
Tuesday, May 21, 2019

টঙ্গী পশ্চিম থানার এসআই রেজাউল ক্লোজড

Thursday, March 14, 2019 - 838 hours ago

টঙ্গী পশ্চিম থানার এসআই রেজাউল করিম পাটোয়ারীকে জনস্বার্থে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে ক্লোজড করা হয়। জানা যায়, গত রবিবার স্থানীয় কলাবাগান বস্তি এলাকায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট রাখার অজুহাতে সোহেল (২২) নামে এক কলেজ ছাত্রকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে এসআই রেজাউল করিম পাটোয়ারী ও সোর্স আলীর বিরুদ্ধে। পরে এলাকাবাসির তোপের মুখে তাকে ছেড়ে দিয়ে কৌশলে সড়ে পড়েন তারা। এ ঘটনায় প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষ জনস্বার্থে তাকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক এর সাথে যোগাযোগ করলে ঘটনার তিনি সত্যতা নিশ্চিত করেন।


bdnewseveryday.com © 2017 - 2018