Monday, February 11, 2019 - 176 hours ago
চলতি বছরে পবিত্র মক্কা শরিফে দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সচিব। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
শফিউল আলম হজ প্যাকেজের ঘোষণা করে বলেন, ‘এ বছর সরকারিভাবে সাত হাজার ১৯৮ জন, বেসরকারিভাবে এক লাখ ২০ হাজার জন হজ করতে পারবেন।
সরকারিভাবে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে—প্যাকেজ-১ চার লাখ ১৮ হাজার ৫০০ টাকা ও প্যাকেজ-২ তিন লাখ ৪৪ হাজার টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন তিন লাখ ৪৪ হাজার টাকা।
বিমান ভাড়া এ বছর নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার টাকা। গত বছর ছিল এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১০ আগস্ট হজ হবে। যাঁরা ২০১৯ সালে হজ করবেন, তাঁদের এমআরপির মেয়াদ ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত থাকতে হবে।