BdNewsEveryDay.com
Monday, February 18, 2019

ভেড়ামারার কৃতি সন্তান রিংকি লং জাম্পে স্বর্ণ পদক পাওয়ায় সংবর্ধনা

Monday, February 11, 2019 - 175 hours ago

ভেড়ামারার কৃতি সন্তান রিংকি লং জাম্পে স্বর্ণ পদক পাওয়ায় সংবর্ধনা কুষ্টিয়ার ভেড়ামারা হাজী আফসার উদ্দিন মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, ভেড়ামারা কৃতি সন্তান রিংকি খাতুন ৪২ তম জাতীয় এ্যাথলেটিক  প্রতিযোগিতায় লং জাম্পে স্বর্ণ পদক পাওয়া সোমবার দুপুরে হাজী আফসার উদ্দিন মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন। রিংকি খাতুন ৪২ তম জাতীয় এ্যাথলেটিক প্রতিযোগিতায় লং জাম্পে স্বর্ণ পদক পাওয়া তাকে ক্রেষ্ট তুলে দেন হাজী আফসার উদ্দিন মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল,সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুল ইসলাম মনা, স্কুলের সহকারী প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াসহ শিক্ষক মন্ডলী ও ছাত্রীবৃন্দরা। 


bdnewseveryday.com © 2017 - 2018