BdNewsEveryDay.com
Saturday, August 17, 2019

গরুর দুধে ক্ষতিকর মিশ্রণ সনাক্তে জরিপের নির্দেশ হাইকোর্টের

Monday, February 11, 2019 - 838 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক:

গরুর দুধ, দুগ্ধজাত দ্রব্য এবং গরুর মাংসের মধ্যে ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, সীসা এবং কীটনাশক সরবরাহ করা হচ্ছে কিনা তা সনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সারাদেশে জরিপ পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।ইউএনবি।

দুধে ভেজাল বিষয়ে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ আদালতের নজরে আনা হলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।  

আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ের জরিপ প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশে খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও স্বাস্থ্য সচিব, মন্ত্রিসভা সচিব, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সকল সদস্য, কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর চেয়ারম্যানকে যথাযথ কর্তৃপক্ষ হিসেবে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এছাড়া গরুর দুধ ও দুগ্ধজাত খাদ্যে ভেজাল রোধে যথাযথ কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে দুগ্ধজাত খাদ্য উৎপাদন এবং ভেজাল মেশানোর দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে আগামী ৩ মার্চ পরবর্তীর শুনানির দিন ধার্য করেছেন আদালত।


bdnewseveryday.com © 2017 - 2018