BdNewsEveryDay.com
Sunday, August 25, 2019

মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানের পেছনে কারের ধাক্কা, নিহত ৩

Monday, February 11, 2019 - 838 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।খবর ইউএনবির।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় একজন গুরুতর আহত হন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভবের চর পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান, কাভার্ড ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। একই দিকে যাওয়া প্রাইভেটকারটি পেছন থেকে এসে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক, এর যাত্রী এক নারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

অপর এক নারী গুরুতর আহত হয়। তাকে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা পাঠিয়ে দেয়া হয় বলে জানান এসআই।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেছে। লাশ ভবের চর ফাঁড়িতে রয়েছে।


bdnewseveryday.com © 2017 - 2018