BdNewsEveryDay.com
Monday, February 18, 2019

খুলনায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৫

Monday, February 11, 2019 - 184 hours ago

খুলনার রূপসা বাইপাস সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন প্রাইভেটকারের যাত্রী ও দুইজন পথচারী। রবিবার রাত সাড়ে ১০টার দিকে লবনচরা থানার সামনে জব্বার সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, খুলনা জিরোপয়েন্ট থেকে যাত্রীসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৫) রূপসা ব্রিজের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-২৫৮৪) প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরও দুই পথচারী গাড়ির নিচে পিষ্ট হয়ে নিহত হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের জানালা ভেঙে লাশ উদ্ধার করে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পাঁচই পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ট্রাকের চালক পলাতক রয়েছেন।


bdnewseveryday.com © 2017 - 2018