BdNewsEveryDay.com
Monday, June 17, 2019

মঞ্চে এলো নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’

Friday, January 11, 2019 - 838 hours ago

মঞ্চে এলো নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’ দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে এল নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন ড. মোহাম্মদ বারী। গতকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা। ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প; দুটি চরিত্রÑ কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন। নাটকটিতে অভিনয় করছেনÑ মোহাম্মদ বারী, মেহমুদ সিদ্দিকী লেনিন/ মাজিদুল মিঠু, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, সরকার জামান, এস আর সম্পদ, ফৌজিয়া করিম, মোহাম্মদ রাকিব, সুমন আকন্দ, আশিক।


bdnewseveryday.com © 2017 - 2018