BdNewsEveryDay.com
Monday, June 17, 2019

আরও বেশি মনোযোগী হচ্ছেন কাজল সুবর্ণ

Friday, January 11, 2019 - 838 hours ago

আরও বেশি মনোযোগী  হচ্ছেন কাজল সুবর্ণ মডেলিং দিয়ে ২০১৬ সালে শোবিজে যাত্রা শুরু করেন কাজল সুবর্ণ। ইউরো জিরা পানির বিজ্ঞাপনে নিলয়ের বিপরীতে, ফিজআপের বিজ্ঞাপনে মাহফুজ আহমেদের বিপরীতে মডেল হন। এমন আরও বেশ কিছু বিজ্ঞাপনেই দেখা মিলেছেন তার। মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও মিডিয়াতে আগমনের বছরই নাটকে অভিনয় করাও সুযোগ মিলে যায়। ২০১৬ সালের ডিসেম্বরে দীপ্ত টেলিভিশনের আলোচিত ধারাবাহিক ‘অপরাজিতা’য় অভিনয় করে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে চলেছেন। নিজেকে ভেঙে গড়ে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে। দেখতে দেখেতে দুইটি বছর গড়ালো। একটি ভালো মানের সিঙ্গেল নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন বছরটা শুরু হলো বলে জানালেন কাজল সুবর্ণ। সম্প্রতি হাসান রেজাউলের পরিচালনায় ‘ভালোবাসা, আমি এসেছিলাম’ শিরোনামের এক নাটকে অভিনয় করেছেন। এখানে কাজলের বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা জোভান। কাজল সুবর্ণ বলেন, হাসান রেজাউল ভাইয়ের নাটকে অভিনয় করে অনেক ভালো লেগেছে। তার নাটকে ফিল্মিক একটা ব্যাপার থাকে। এ নাটকটিতে জোভান ভাই অনেক সহযোগিতা করেছেন। বর্তমানে সকাল আহমেদের ‘শান্তিপুরের অশান্তি’, শ্রাবণী ফেরদৌসীর ‘ন্যশন ফার্স্ট’ ও আল হাজেন পরিচালিত একটিসহ, মোট তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। কয়েক দিন পরেই ভালোবাসা দিবসের ২টি নাটকের শুটিং করবেন তিনি। সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে তার। চলতি বছরের পরিকল্পনা নিয়ে কাজল সুবর্ণ বললেন, এই বছর নিজেকে আরও একটু এগিয়ে নিতে চাই। সংখ্যায় অল্প হলেও, ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। সিনেমাতে অভিনয়ের ব্যাপারেও অনেকেই বলছেন, শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের একটি সিনেমার মহরতও করেছি। তবে, আমি এখন সিনেমা নয়, নাটক নিয়েই ভাবছি। তিনি আরও বলেন, এখন আমি গল্প এবং চরিত্রের প্রতি আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছি। নিজের গেটআপেও বেশ পরিবর্তন আনার চেষ্টা করছি। সবমিলিয়ে আমি আমার নিজের অবস্থানে আরও মনোযোগী হচ্ছি।


bdnewseveryday.com © 2017 - 2018