BdNewsEveryDay.com
Wednesday, March 20, 2019

চীনে সড়কে বিজ্ঞাপনের স্ক্রিনে পর্ন সিনেমা

Friday, January 11, 2019 - 838 hours ago

প্রায় দেড় ঘণ্টা পর এই কাণ্ডের হোতা বিষয়টি জানতে পারলে তবেই বন্ধ হয় স্ক্রিন।

এক কর্মীর বোঝার ভুলে এ কাণ্ড হয়েছে বলে জানায় চীনের ইংরেজি ভাষার ওয়েবসাইট সাংহাইস্ট।

রাতের পালায় দায়িত্বরত ওই কর্মী ভেবেছিলেন রাত হয়ে যাওয়ায় বাইরের ‘বিশাল ডিজিটাল স্ক্রিন’ বন্ধ আছে। ওই সময় সে কম্পিউটারে পর্নগ্রাফি দেখা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি তখনও বন্ধ হয়নি। ফলে যা হওয়ার তাই হলো, তার সঙ্গে সঙ্গে পথচারীরাও পর্ন সিনেমা দেখা শুরু করলো।

পথচারীদের তোলা এ কাণ্ডের ছবি ও ভিডিও দিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে আছে।

৯০ মিনিটের বেশি সময় পর ওই কর্মীর এক সহকর্মী তাকে পরিস্থিতি সম্পর্কে জানায় এবং কম্পিউটার বন্ধ করতে বলে।

এ ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত বছর ভারতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। রাজধানী দিল্লির একটি ব্যস্ত মেট্রো স্টেশনের ‘বিগ স্ক্রিনে’ পর্ন সিনেমা চলতে শুরু হয়েছিল।


bdnewseveryday.com © 2017 - 2018