BdNewsEveryDay.com
Tuesday, February 19, 2019

ঠাকুরগাঁওয়ে বিএনপির সভায় পুলিশের বাধার অভিযোগ

Thursday, December 06, 2018 - 838 hours ago

বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই দলের জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনসহ আরও ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফয়সল অভিযোগ করে বলেন, বুধবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

“সভার এক পর্যায়ে পুলিশে গিয়ে আমাদের উপর চড়াও হয় এবং সভা পণ্ড করে দেয়।”

শুধু এ ইউনিয়নে নয় ঠাকুরগাঁও-১ আসনের শহরের পূর্ব গোয়ালপাড়া, সদর উপজেলার নারগুন, সালন্দরসহ বেশ কয়েকটি ইউনিয়নে কর্মীসভায় পুলিশ বাধা দিয়েছে বলে তার অভিযোগ।

অপরদিকে, নির্বাচনী বিধি ভেঙে আওয়ামী লীগ প্রার্থীর প্রচার চললেও পুলিশ তাদের বাধা দিচ্ছে না বলে ফয়সল অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, সৈয়দ মমিনুল হক বাবু, সহ-সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্দেশ্যে প্রণোদিতভাবে পুলিশ কোনো সভায় হামলা করে পণ্ড করছে এ অভিযোগ সঠিক নয়।

“নির্বাচন সামনে রেখে কর্মীসভা বা অন্য যেকোনো সভা হলে ২০ ঘণ্টা আগে পুলিশকে অবগত করতে হবে এবং রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে।”

তবে বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


bdnewseveryday.com © 2017 - 2018