BdNewsEveryDay.com
Friday, April 26, 2019

চবি সাংবাদিক সমিতির বর্ষপূর্তি উদযাপন

Thursday, December 06, 2018 - 838 hours ago

বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।  

সমাজ বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও গবেষণা মূলক কাজের ইতিবাচক দিক তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এই সময় তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার পটিভূমিও আলোচনা করেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম ও নিউ মিডিয়া’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সহিদ উল্যাহ লিপন।

সমিতির সভাপতি বাইজিদ ইমনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য উত্তম সেন গুপ্ত, প্রতিষ্ঠাকালীন সদস্য ইব্রাহীম কুতুবী ও সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে চাকসু ভবন থেকে শোভাযাত্রা শুরু হয়। তা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজ বিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়।

বিকালে পিঠা উৎসব ও সন্ধ্যায় ফানুস উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।


bdnewseveryday.com © 2017 - 2018