BdNewsEveryDay.com
Saturday, February 16, 2019

ঐক্যফ্রন্টের ইশতেহার ১৭ ডিসেম্বর

Thursday, December 06, 2018 - 838 hours ago

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার আগামী ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

পাশাপাশি মির্জা ফখরুল আরো জানান, তাঁরা আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছেন।

বিএনপির মহাসচিব জানান, জোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে তাঁরা রাজধানীতে সমাবেশ করবেন।

এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়।


bdnewseveryday.com © 2017 - 2018