BdNewsEveryDay.com
Monday, December 17, 2018

জীবননগরে সার্কিটসহ ছয়টি বোমা উদ্ধার

Thursday, December 06, 2018 - 265 hours ago

জীবননগরে সার্কিটসহ ছয়টি বোমা উদ্ধার চুয়াডাঙ্গার জীবননগরে সার্কিটসহ ছয়টি বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আঁশতলাপাড়ার জামে মসজিদের পাশ থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানান, আঁশতলাপাড়া জামে মসজিদের পাশের গলির ভেতরে একটি খবরের কাগজের মধ্যে রাখা লাল টেপ দিয়ে জড়ানো কাগজ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা জীবননগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সার্কিটসহ ছয়টি বোমা উদ্ধার করে। জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের পাওয়া খবরে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমাগুলো কী কারণে রেখে গেছে তা জানতে খতিয়ে দেখা হচ্ছে।


bdnewseveryday.com © 2017 - 2018