BdNewsEveryDay.com
Thursday, May 23, 2019

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় আহ্ছানিয়া মিশন কর্মীর প্রশিক্ষণ

Thursday, December 06, 2018 - 838 hours ago

বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার ছয়টি রোহিঙ্গা ক্যাম্পে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে বলে ঢাকা আহছানিয়া মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারাবহিক স্বাস্থ্য সেবার অংশ হিসেবে এই প্রশিক্ষণ শনিবার শেষ হবে।

আইইএইচএইচআর প্রকল্পের আওতায় চিকিৎসক, নার্স, মিড ওয়াইফ, মেডিকেল অ্যাসিসটেন্ট, ল্যাব টেকনিশিয়ান ও ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলরসহ ৩৬ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে আর্থিক সহায়তা করছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ, ডিএফআইডি ও ইউএনওপস।

সরকারের পাশাপশি ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


bdnewseveryday.com © 2017 - 2018