BdNewsEveryDay.com
Thursday, May 23, 2019

অপেক্ষায় থাকতে বললেন মোনালিসা

Thursday, December 06, 2018 - 838 hours ago

যুক্তরাষ্ট্র প্রবাসী  মডেল  ও  অভিনেত্রী  মোনালিসা  ফেসবুকে বেশ সরব। নিজের প্রতিটা কাজের খবর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেন তিনি।

গত ৪ ডিসেম্বর একটি ছবি পোস্ট করে সেখানে  মোনালিসা লিখেছেন, ‘বড় একটা কাজ আসতে চলেছে। অপেক্ষা করুন।’

কালো পোশাকে এবং রক্তাক্ত মুখে মোনালিসা আজ আরো একটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘বড় কিছু আসছে।’

ছবি দেখে ধারণা করা হচ্ছে,  কোনো কিছুর শুটিংয়ের স্থির চিত্র এটি। ছবিতে আছে রহস্যের আভাস।  অভিব্যক্তিও ভিন্নরকম। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাতে চান না মোনালিসা।

এনটিভি অনলাইনকে মোনালিসা বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলব। ২০১৯ এর প্রথম প্রহরে সবাইকে জানাব  ছবির রহস্য। ’

মোনালিসা আরো বলেন, ‘এটুকু বলব, ভিন্নরূপে আসছি আমি। ’

দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছেন মোনালিসা। সেখানকার টাইম টেলিভিশনে অনুষ্ঠান প্রধান ও পরিচালকের দায়িত্বে রয়েছেন এই অভিনেত্রী। কিকো মিলানো কসমেটিকস ব্র্যান্ডের  সহকারী সাধারণ ব্যবস্থাপকও  তিনি। এ ছাড়া বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। কাজের ব্যস্ততার ফাঁকে দেশে নিয়মিত আসা-যাওয়া করেন তিনি। দেশে এলে নাটকে অভিনয়  করতে দেখা যায় তাঁকে। সর্বশেষ চলতি বছরের মে মাসে দেশে এসেছিলেন মোনালিসা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে মোনালিসা নতুন কী করলেন, সেটা জানার জন্য আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে।


bdnewseveryday.com © 2017 - 2018