BdNewsEveryDay.com
Wednesday, April 24, 2019

বাঘাপাড়া উপজেলা জামায়াত আমির গ্রেপ্তার

Wednesday, December 05, 2018 - 838 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক: 

যশোরের বাঘারপাড়া উপজেলা জমায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ । খবর ইউএনবির।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা চলাকালে বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাঘারপাড়া থানার ওসি জসিমউদ্দীন বলেন, গ্রেপ্তার নাসির হায়দারের  নামে  থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে অনেকগুলো মামলায় তার নামে প্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের প্রস্তুতি সভা শুরু হয়। এ সভায় উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমানসহ নাসির হায়দারও উপস্থিত ছিলেন। পরে এ সভা থেকে বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাঘারপাড়া উপজেলা জামায়াতের দায়িত্বশীল সুত্রে জানা গেছে, মাস্টার নাসির হায়দার সবগুলো মামলায় জামিনে আছেন।


bdnewseveryday.com © 2017 - 2018