BdNewsEveryDay.com
Friday, April 26, 2019

সেলিম, পঙ্কজ নির্বাচন করতে পারলে বিএনপি প্রার্থী কেন নয়: দুলু

Wednesday, December 05, 2018 - 838 hours ago

সংগ্রাম অনলাইন ডেস্ক: 

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও আওয়ামী লীগের প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম ও পঙ্কজ দেবনাথকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেয়া হলেও বিএনপি প্রার্থীরা কেন নির্বাচন করতে পারবেন না তা জানতে চেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় হাজী সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল এবং পঙ্কজ দেবনাথকে ১২ বছর কারাদণ্ড দেয়া হয়েছিল। আমি প্রশ্ন করতে চাই, তারা নির্বাচনে অংশ নিতে পারলে কেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অন্যান্য বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না?’

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনে যান এই বিএনপি নেতা।

আসন্ন সাধারণ নির্বাচনে নাটোর-২ আসনে দুলুর মনোনয়ন বাতিল করেন নাটোরের রিটার্নিং অফিসার।

পরিকল্পিতভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে দাবি করে বিএনপি নেতা বলেন, ‘২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করতে চায় সরকার যাতে তারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে। তারা বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়,  কারণ তারা জানে যে আমাদের দল অবশ্যই নির্বাচনে জয়লাভ করবে।’-ইউএনবি


bdnewseveryday.com © 2017 - 2018