BdNewsEveryDay.com
Tuesday, February 19, 2019

নেইমার রিয়ালে যোগ দিলে সেটা হবে মেসির চোখে ভয়ংকর ব্যাপার

Wednesday, May 16, 2018 - 838 hours ago

রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার। শুধু দলবদলের অঙ্কটা ২৬০ মিলিয়ন ইউরো, ৩০০ মিলিয়ন নাকি ৪০০ মিলিয়ন—এটাই নাকি শুধু আলোচনার ব্যাপার। এটা নিয়ে মাদ্রিদ ভিত্তিক পত্রিকায় অনেক উত্তেজনা, ফ্রান্সেও। কিন্তু এ নিয়ে বার্সেলোনা কী ভাবছে? কিংবা নেইমারের প্রিয় বন্ধু লিওনেল মেসিই-বা কী ভাবছেন। চিরপ্রতিদ্বন্দ্বীদের হয়ে নেইমারকে খেলতে দেখতে ভালো লাগবে মেসির?

উত্তর হচ্ছে ‘না’। নেইমারকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখার সম্ভাবনাটা একদমই ভালো লাগছে না মেসির। সে সতীর্থের সঙ্গে চার বছর কাটিয়েছেন, ক্লাব ছাড়ার পরও আর যার সঙ্গে বন্ধুত্ব অটুট ছিল, সেই নেইমারকে রিয়ালের সাদা জার্সিতে দেখতে চান না মেসি। কারণ, নেইমারের সঙ্গে বার্সেলোনার এ সম্পর্ক তাতে আর দাগ পড়ুক এটা কাম্য নয় বার্সেলোনার আগামী মৌসুমের অধিনায়কের, ‘নেইমার বার্সেলোনার কাছে যা, তাতে এটা (রিয়ালে যোগ দেওয়া) খুব ভয়ংকর হবে। যদিও ওর বিদায়ের মুহূর্তটা অন্যরকম ছিল, সে এখানে অনেক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে। সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে, সে লা লিগা জিতেছে।’

চার বছরে দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস ও তিনটি কোপা ডেল রে জিতেছেন নেইমার। কিন্তু এমন সাফল্যের পরও বার্সেলোনাতে আটকা পড়েননি। সেরা হওয়ার আকাঙ্ক্ষা তাঁকে নিয়ে গেছে পিএসজিতে। ২২২ মিলিয়ন ইউরোতে দলবদলের বিশ্ব রেকর্ড গড়েছেন। ফ্লোরেন্তিনো পেরেজের ইচ্ছা সে রেকর্ড ভেঙে নেইমারকে আবার ফেরাবেন স্পেনে। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নেইমারের সম্ভাব্য এমন জুটিটাও ভাবাচ্ছে মেসিকে, ‘সে যদি মাদ্রিদেই ঠিকানা গড়ে তবে এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা হবে, বার্সেলোনার সবার জন্যই। ফুটবলীয় দিক থেকে চিন্তা করলে, এটা মাদ্রিদকে আরও শক্তিশালী করে তুলবে।’

কদিন আগে নেইমার বলেছেন, রিয়াল ও তাঁকে নিয়ে এসব গুঞ্জন শোনানো হচ্ছে তাতে বিরক্ত তিনি। আকারে ইঙ্গিতে অন্তত আরও এক মৌসুম ফ্রান্সে থাকার কথা জানাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে বিশ্বকাপ শেষ হলেই বোঝা যাবে সেটাই তাঁর মনের কথা নাকি ‘ভয়ংকর’ কিছুই দেখতে হবে মেসিকে!

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে


bdnewseveryday.com © 2017 - 2018