BdNewsEveryDay.com
Sunday, August 25, 2019

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ৭ ফিলিস্তিনি

Monday, November 12, 2018 - 838 hours ago

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল রবিবার ইসরাইলি বাহিনীর তরফ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজায় গতকাল রবিবার হামাসের ওপর হামলা চালায় ইসরাইল সশস্ত্র বাহিনী। এতে ফিলিস্তিনের ৭ জন নিহত হয়। আহত হয়েছে অনেকে।  

হামাসের একজন মুখপাত্র নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলের এই হামলা কাপুরুষোচিত। তিনি দাবি করেন, এতে ইসরাইলের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হয়েছে।   

অন্যদিকে ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, হামাসের ওপর হামলার পর তাদের সব সৈন্য ফেরত এসেছে। এবং এতে ফিলিস্তিনের ৭ জন নিহত হয়েছে।

ইত্তেফাক/এসআর   


bdnewseveryday.com © 2017 - 2018