BdNewsEveryDay.com
Tuesday, February 19, 2019

গাজা গণহত্যার জন্য ফিলিস্তিনিদের দায়ী করল হোয়াইট হাউজ

Wednesday, May 16, 2018 - 838 hours ago

সংগ্রাম অনলাইান ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকালের (সোমবার) গণহত্যার জন্য গাজাবাসীকে দায়ী করেছে মার্কিন সরকার। হোয়াইট হাউজের উপ প্রেস সচিব রাজ শাহ বলেছেন, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উদ্যোগে আয়োজিত  বিক্ষোভ কর্মসূচিতে ফিলিস্তিনিরা অংশ নেয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

রাজ শাহ একথা বললেও বাস্তবতা হচ্ছে- গতকালের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর পর তা সহিংস হয়ে ওঠে। ইসরাইলি স্নাইপারদের গুলিতে অন্তত ৬০ জন ফিলিস্তিনি শহীদ ও ২,৭০০ ব্যক্তি আহত হন।  

হত্যাকাণ্ড প্রসঙ্গে হোয়াইট হাউজের শাহ বলেন, “আমরা বিশ্বাস করি যা ঘটেছে তার জন্য হামাস দায়ী।” সংবাদ ব্রিফিংয়ে তিনি তার ভাষায় আরো বলেন, “আমরা বিশ্বাস করি হামাসের নৈরাজ্যকর কর্মকাণ্ডের জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হামাস এই ঘটনায় উসকানি দিয়েছে। এ ধরনের ঘটনার মুখে ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে।”   

গতকাল ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করা হয়েছে। এর প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেন ফিলিস্তিনিরা। হামাস এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিল।-পার্স টুডে 


bdnewseveryday.com © 2017 - 2018