BdNewsEveryDay.com
Sunday, November 18, 2018

সাংবাদিক রফিকুল ইসলামের বাবার কুলখানি

Friday, November 09, 2018 - 202 hours ago

সাংবাদিক রফিকুল ইসলামের বাবা মরহুম মোসলেম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ নভেম্বর) বাদ জুমা রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমগাছি কাওমি মাদ্রাসার হাফেজ আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, গৌরীহার মাদ্রাসার খতিব রুহুল আমিন, আমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী, আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম খসরু, ইমাম আমিনুল ইসলাম, চৌপুকুরিয়া জামে মসজিদের খতিব আবদুস সামাদ, রবিউল ইসলামসহ অত্র গ্রামের মুসল্লিরা।

গত ৫ নভেম্বর সোমবার কালের কণ্ঠ'র রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলামের বাবা মরহুম মোসলেম উদ্দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।


bdnewseveryday.com © 2017 - 2018