BdNewsEveryDay.com
Monday, November 12, 2018

রাজৈরে ৫০টি পরিবারকে সমৃদ্ধকরণে বিভিন্ন উপকরণ বিতরণ

Friday, November 09, 2018 - 96 hours ago

গণ উন্নয়ন প্রচেষ্টার সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নে সমৃদ্ধ বাড়ি করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ৫০টি পরিবারের মধ্যে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপকরণগুলোর হল- ভার্মি কম্পোস্ট, ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, ফুলের গাছ, শাক-শবজির বীজ ,বন্ধু চুলা ,বাড়ির গেট, সেক্স ফেরোমন ট্র্যাপ ২পিচ, হাঁস-মুরগীর ঘর ও কবুতরের ঘর। প্রতিটি পরিবারের মধ্যে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমৃদ্ধি শাখার শাখা ব্যাবস্থাপক মো. অহিদুজ্জামান, পরিবার উন্নয়ন কর্মকর্তা মো. আল মাহমুদ, খালিয়া ইউনিয়ন সমন্বয়কারী শংকর চন্দ্র ঘোষসহ সমৃদ্ধি কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


bdnewseveryday.com © 2017 - 2018