BdNewsEveryDay.com
Tuesday, August 20, 2019

তফসিল ঘোষণায় আ. লীগের স্বাগত মিছিল

Thursday, November 08, 2018 - 838 hours ago

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান,

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে মিছিল বের করেছে আওয়ামী লীগ।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা দলীয় প্রতীক নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে র‌্যাব সদস্যদেরকে মহড়া দিতে দেখা যায়।

নীলফামারী প্রতিনিধি জানান,

তফশীল ঘোষণা হওয়ায় নীলফামারীতে আনন্দ মিছিল করেছে জেলা  আওয়ামী লীগ।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শেষে একাদশ সংসদ নির্বাচেনর তফসিল ঘোষণা করেন।

জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ আওয়ামী লীগ কার্যালয়ের সমানে থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এতে  জেলা আওয়ামী লীগ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবমহিলা লীগসহ অন্যান সংগঠনের  কয়েকশ নেতাকর্মীরা অংশ গ্রহণ। পরে  চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা অম্লাণ স্মৃতি পাদদেশ চত্বরে সমাবেশ করে তারা।

জামালপুর প্রতিনিধি জানান, তফসিলকে স্বাগত জানিয়ে জামালপুরে আনন্দ মিছিল বের হয়।জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনুর সমর্থকরা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আনন্দ মিছিল বের করেন।

তমালতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় তমালতলায় গিয়ে শেষ হয়। এ সময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


bdnewseveryday.com © 2017 - 2018