BdNewsEveryDay.com
Tuesday, August 20, 2019

‌ফরম বিক্রি শুরুর আগেই আ. লীগ অফিস সরগরম

Thursday, November 08, 2018 - 838 hours ago

সারা দে‌শে থে‌কে নেতাকর্মীরা বৃহস্প‌তিবার বি‌কেল থে‌কেই ধানম‌ণ্ডিতে ভিড় করতে শুরু করেছেন, অনেক মনোনয়ন প্রত্যাশী‌র সমর্থকদের স্লোগান দি‌তেও দেখা গেছে।

সভাপ‌তির কার্যাল‌য়ের ঠিক পা‌শেই আওয়ামী লীগের নির্বাচন প‌রিচালনা অফিস‌ সাজা‌নো হয়ে‌ছে নতুন সাজে।শুক্রবার সকাল থেকে সেখানে ম‌নোনয়ন ফরম বি‌ক্রির জন্য আট‌ বিভা‌গের আট‌টি বুথ খোলা হয়ে‌ছে। 

‌ ঢাকা বিভা‌গের মনোনয়ন ফরম বি‌ক্রির দা‌য়ি‌ত্বে থাকা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি সাইফুর রহমান সোহাগ বি‌ডি‌নিউজ‌ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌কে ব‌লেন, “এই উৎসব মুখর প‌রি‌বেশ সারা দে‌শে বিরাজ কর‌ছে ব‌লে আশা ক‌রি।”

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌কে ব‌লেন, ম‌নোনয়ন ফরম বি‌ক্রির জন্য আটটি বুথ ক‌রে সেখানে কারা দা‌য়িত্ব পালন কর‌বে তা ভাগ ক‌রে দেওয়া হয়েছে।

আওয়ামী লী‌গের সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ের সাম‌নে কথা হয় ‌সি‌লেট বিভা‌গের দা‌য়ি‌ত্বে থাকা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক এস এম জা‌কির হোসাইনের সঙ্গে।

তি‌নি ব‌লেন, “উৎসব মুখর প‌রি‌বে‌শে সবাই ম‌নোনয়ন ফরম কিন‌বে। এটা কেনার অধিকার সবার আছে। তবে যারা যোগ্য তারাই ম‌নোনয়ন পা‌বে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় এ কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হবে। সেই সঙ্গে সারা দেশে দলের গণসংযোগ অব্যাহত রাখব।

“নির্বাচনের আচরণবিধি আওয়ামী লীগের নেতা-কর্মীরা মেনে চলবে। আপনাদের মাধ্যমে সে নির্দেশ আমি মনোনয়ন প্রত্যাশীদের দিচ্ছি।"

এবার নির্বাচনে বিএনপিও আসবে- এমন আশা করে কাদের বলেন, “আমরা ভালো কিছুর আশা কর‌ছি, ম‌ন্দের জন্যও প্রস্ত‌ত আছি।”

আওয়ামী লীগের  যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম, আহমদ হোসেন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিএম মোজাম্মেল হক সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।


bdnewseveryday.com © 2017 - 2018