BdNewsEveryDay.com
Tuesday, August 20, 2019

দিওয়ালির পর বিষাক্ত ধোঁয়াশায় ছেয়েছে দিল্লি

Thursday, November 08, 2018 - 838 hours ago

দিওয়ালির আগে থেকেই বায়ু দূষণে থাকা দিল্লিতে এ উৎসবের পর ধোঁয়াশা আরো অনেক বেশি বেড়েছে। দিওয়ালির রাতে অসংখ্য প্রদীপ ও আতশবাজির কারণে তৈরি হয়েছে এ বিষাক্ত ধোঁয়াশা।

বায়ু দূষণ কমাতে সুপ্রিম কোর্ট দিওয়ালিতে কেবল রাতে দু’ঘণ্টা আতশবাজির সময়সীমা বেঁধে দিলেও সে নির্দেশ মানেনি লোকজন। আতশবাজি চলেছে গভীর রাতেও। ফলে বৃহস্পতিবার সকালে দূষণের মাত্রা নিরাপদ সীমার চেয়ে কয়েক গুণ বেশি বেড়ে গেছে।

দূষণের অবস্থা ভয়াবহ। অধিবাসীদের জন্য এ দূষণ এক মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেছে বলে এক টুইটে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। লোকজন স্যোশাল মিডিয়ায় আদালতের নির্দেশ না মেনে আতশবাজি পোড়ানো নিয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছে।

দূষণ এবং ধোঁয়াশার কারণে প্রতি বছর ভারতে লাখ লাখ মানুষের মৃত্যু  হয়। দূষণের মাত্রা সবচেয়ে বেশি হয়  দিল্লিতে। দিওয়ালির সময় বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে বেশি থাকে। পটকা ও আতশবাজির ধোঁয়া বাতাসকে দূষিত করে।


bdnewseveryday.com © 2017 - 2018