BdNewsEveryDay.com
Thursday, August 22, 2019

কবি মাহবুব উল আলম জাতীয় ইতিহাসের ভাষ্যকার

Thursday, November 08, 2018 - 838 hours ago

চট্টগ্রাম: কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯২তম জন্মোৎসবের অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বাঙালি জাতীয়তাবাদী চেতনার বাতিঘর কবি মাহবুব উল আলম চৌধুরী আমাদের জাতীয় ইতিহাসের অন্যতম ভাষ্যকার। তার প্রতিটি লেখায় যেমন বিষয়টি তীব্রভাবে আমরা দেখতে পাই, তেমনি তার ব্যক্তিগত চর্চা ও চরিত্রের মধ্যেও আমৃত্যু এসবের স্পস্ট উপস্থিতি ছিল।

সম্প্রতি নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে দেশের অন্যতম আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ আয়োজিত ‘কাঁদতে আসিনি’ শীর্ষক এক অনুষ্ঠানে আলোচকরা তাদের বক্তব্যে এ মন্তব্য করেন।

জন্মদিনের অনুষ্ঠান হলেও সমগ্র আয়োজন উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিত রক্ষিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।

উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি, সাংবাদিক ও সংগঠক রাশেদ রউফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ, উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদের সদস্য, কবি ও নাট্যজন স্বপন মজুমদার।

রাশেদ রউফ বলেন, কবি মাহবুব উল আলম চৌধুরী ছিলেন সময়ের অন্যতম একজন প্রজ্ঞাবান এবং পথপ্রদর্শক ব্যক্তি। তিনি কেবল একুশের প্রথম কবিতা লিখে কিংবদন্তি হয়েছেন তা নয়, ইতিহাসের ক্রান্তিলগ্নের প্রতিটি বাঁকেই তাকে দেখা গেছে আলোকবর্তিকার মতো। এ ধরনের মানুষগুলোকে আমাদের নিয়মিতই চর্চা করতে হবে আমাদেরই প্রয়োজনে। 

মাছুম আহমেদ তার বক্তব্যে বলেন, মাহবুব উল আলম চৌধুরীর মত স্পস্টভাষী মানুষ সমাজে খুব কমই দেখা যায়। তিনি ভেতরে যেটা বিশ্বাস করতেন, বাইরে সেটাই প্রকাশ এবং লালন করতেন। দেশের বর্তমান রাজনীতি কিংবা সংস্কৃতিতে তার মতো অকপট চরিত্রের বোধসম্পন্ন মানুষ এখন বিরল।

উচ্চারক সদস্য এ্যানি চৌধুরী ও ফারহিন মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি মাহবুব উল আলমের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, তৈয়বা জহির আরশি, শ্রাবণী দাশগুপ্তা প্রমুখ।

কবির বিখ্যাত কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতাটির পূর্ণাঙ্গ বৃন্দ পরিবেশন করেন উচ্চারকের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮ এমআর/টিসি


bdnewseveryday.com © 2017 - 2018