BdNewsEveryDay.com
Wednesday, January 16, 2019

মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় বরিশাল-৪ আসনের সাংসদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

Thursday, November 08, 2018 - 838 hours ago

মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন বক্তব্য এবং চরিত্রহীন বলায় বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এখানকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল বাতেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে মেহেন্দিগঞ্জ সার্কেল এসপিকে তদন্তের নির্দেশ দেন। মামলা নং সি,আর ২৩৭/২০১৮  (মেহেন্দিগঞ্জ)।

মামলায় উল্লেখ করা হয় গত ৩ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় বাদী এবং অন্যান্য সাক্ষীর নাম উল্লেখ করে প্রকাশ্যে এমপি পঙ্কজ দেবনাথ বলেন, 'মুক্তিযোদ্ধারা চোর, চরিত্রহীন, মুক্তিযোদ্ধাদের যেখানে পাবেন সেখানেই ধরে গামছা দিয়ে বেঁধে ছবি তুলে ফেইসবুকে দিয়ে দিবেন, তারপর যা হয় তা আমি দেখব'। এমপির বক্তব্যে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা অপমানিত এবং হেনস্থার শিকার হয়েছেন। স্বাধীন বাংলাদেশে এমপির এমন বক্তব্য মানহানিকর।

এমপির বক্তব্যে সকল মুক্তিযোদ্ধারা সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু


bdnewseveryday.com © 2017 - 2018