BdNewsEveryDay.com
Monday, November 12, 2018

সুন্দরীকে পেছনে ফেললেন রোনালদো

Wednesday, October 31, 2018 - 301 hours ago

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে দামী এই ফুটবলারের সময়টা মোটেই ভালো যাচ্ছে না জুভেন্টাসের হয়ে। কখনও ফর্মহীনতা আবার কখনও নারীদের তোলা অভিযোগ। একের পর এক ঝামলো বয়ে বেড়াচ্ছিলেন সিআর সেভেন। কিন্তু ধীরে ধীরে অবস্থাটা বদলাচ্ছে। আর তাই মাঠে ফের শুরু হয়েছে 'রো' জাদু। এরমধ্যেই আরও এক সুখবর এই মুহূর্তে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার জানেন। হ্যাঁ একদম ঠিক ধরেছেন - জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি এই মুহূর্তে এক নম্বর। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১৪৪,৩৩৮,৬৫০ জন। তিনি সরিয়েছেন বিখ্যাত পপ তারকা সেলেনা গোমেজকে। ২০১৬ সালে ইনস্টাগ্রাম আসা থেকে তিনি ফলোয়ারের সংখ্যা দিয়ে শীর্ষস্থান ধরে রাখতেন। এবার সেই সুন্দরীকেই সরিয়ে এক নম্বর সিআর সেভেন। সেলেনা গোমেজের ইনস্টাগ্রামে এই মুহূর্তে ফলোয়ার ১৪৪,৩২১,০২৯ জন।


bdnewseveryday.com © 2017 - 2018