BdNewsEveryDay.com
Sunday, June 16, 2019

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ

Friday, October 12, 2018 - 838 hours ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযাগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাতে লেখা প্রশ্নের সঙ্গে মূলপ্রশ্নের ৭২টি মিলে গেছে।

শুক্রবার (১২ অক্টোবর ২০১৮) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০টি কেন্দ্রে ও ক্যাম্পাসের বাইরে ৩১টি স্কুল কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরও কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো তা নিয়ে চলছে নানা জল্পনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, প্রয়োজনীয় তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রশ্নফাঁসের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


bdnewseveryday.com © 2017 - 2018