BdNewsEveryDay.com
Tuesday, December 11, 2018

ঝগড়ায় ব্যস্ত বাবা-মা, পুকুরে প্রাণ গেল শিশুর

Friday, October 12, 2018 - 838 hours ago

প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় ব্যস্ত বাবা-মা। এ সময় পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল সাজ্জাত হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর। আজ শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উত্তন্নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্র জানায়, পাশের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের নাজমুল হোসেন গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) স্ত্রী কবিতা বেগম ও শিশুপুত্র সাজ্জাত হোসেনকে নিয়ে গফরগাঁও উপজেলার উত্তন্নপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। আজ শুক্রবার সকালে নাজমুল হোসেনের শ্যালক হৃদয়ের সঙ্গে চুরির ঘটনা নিয়ে প্রতিবেশী আনোয়ারা বেগমের ঝগড়া শুরু হয়। নাজমুল স্ত্রী কবিতা বেগমকে নিয়ে শ্যালকের পক্ষে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

এ সময় সবার অজান্তে নাজমুলের শিশুপুত্র সাজ্জাত হোসেন বাড়িসংলগ্ন পুকুরের পানিতে পড়ে প্রাণ হারায়। ঝগড়া শেষ হওয়ার পর নাজমুল ও কবিতা বেগম ঘরে ফিরে সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই পুকুরের পানিতে সাজ্জাতের মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


bdnewseveryday.com © 2017 - 2018