BdNewsEveryDay.com
Tuesday, December 11, 2018

অভিষেক টেস্টে মাত্র ১০ বল করে মাঠ ছাড়লেন শার্দুল ঠাকুর

Friday, October 12, 2018 - 838 hours ago

টেস্ট অভিষেকটা স্বপ্নের মতো হলো না শার্দুল ঠাকুরের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনেই চোট পেয়ে মাঠ ছাড়তে হলো এই পেসারকে। বল করতে পারলেন মাত্র ১০টি! এর থেকে হতাশজনক টেস্ট অভিষেক আর কি-ই বা হতে পারে? যে সৌভাগ্য অর্জনের জন্য এতকালের লড়াই, সেই সুযোগ যখন এল, তখন খালি হাতেই ফিরতে হল স্পিডস্টার শার্দুলকে।

হায়দরাবাদে উইন্ডিজের বিরুদ্ধে প্রথম দেড় ওভার বল করার পরই অস্বস্তিবোধ করেন তিনি। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরও তিনি সুস্থ বোধ করেননি। যার ফলে ১ ওভার ৪ বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন শার্দুল। শার্দুলকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। সেখানে তার কোমরে স্ক্যান করা হবে। যার ফলে উইন্ডিজের বিপক্ষে প্রথম দিনে আর মাঠেই নামতে পারেননি তিনি।

উল্লেখ্য, এশিয়া কাপেও এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন চোটপ্রবণ শার্দুল। এবারও সেই চোটের কারণেই  অভিষেক টেস্টে হতাশা নিয়ে ফিরতে হল তাকে। ২৯৪ তম ন্যাশনাল ক্যাপ অর্জনকারী ক্রিকেটারের এমন হাল হবে, কে জানত। ন্যাশনাল কাপ পাওয়ার পর যতটা উচ্ছ্বাস ছিল মুখে, তার থেকেও দ্বিগুণ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো শার্দুল ঠাকুরকে।


bdnewseveryday.com © 2017 - 2018