BdNewsEveryDay.com
Monday, February 18, 2019

সিনেমা থেকে দূরে থাকার ঘোষণা দিলেন তনুশ্রী

Friday, October 12, 2018 - 838 hours ago

বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত এবার সিনমা থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের সিদ্ধান্তের কথা জানান তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার সেটে যৌন হয়রানির ঘটনার জেরে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

সম্প্রতি হ্যাশ ট্যাগ মিটু আন্দোলনে সাড়া দিয়ে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন তনুশ্রী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটেকর।

তনুশ্রী বলেন, ১০ বছর আগে এক সিনেমার গানের শ্যুটিংয়ে ছিলাম। তখন সিনেমার সেটেই আমাকে যৌন হয়রানি করা হয়। সেই বিষয়টি মনে রেখেই ১০ বছর পার করতে হয়েছে আমাকে।

এদিকে নানা পাটেকর বলছেন, সেখানে কয়েক ডজন মানুষ ছিল। এ ধরনের অভিযোগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।


bdnewseveryday.com © 2017 - 2018