BdNewsEveryDay.com
Saturday, February 16, 2019

ভুয়া ফেইসবুক পাতা নিয়ে ফখরুলের জিডি

Thursday, October 11, 2018 - 838 hours ago

বৃহস্পতিবার বিকালে ঢাকার পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বিষয়টি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

বিএনপির প্যাডে লেখা জিডির আবেদনে বলা হয়, “আমার নামে কয়েকটি ভুয়া ফেইসবুক একাউন্ট কে বা কারা চালু করেছে। আমি নিজে কোনো ফেইসবুক একাউন্ট খুলিনি।”

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা সচিব বি এনপি’ নামে একটি আই‌ডি জনৈক মহিউদ্দিন ভুঁইয়া খুলেছেন বলে তথ্য পাওয়ার কথাও জিডিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

ফখরুলের নামে ফেইসবুকে অনেকগুলো ফেইসবুক আইডির সন্ধান পাওয়া যায়। এরমধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা সচিব বি এনপি’ আইডির লাইক সংখ্যা সাড়ে ৪ লাখের বেশি; এর ফলোয়ার প্রায় ৫ লাখ।

বিএনপি মহাসচিব বিকালে জিডি করার আগে সকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কোনো ফেইসবুক একাউন্ট নেই। অথচ কে বা কারা তার নামে ভুয়া ফেইসবুক একাউন্ট খুলেছে।”


bdnewseveryday.com © 2017 - 2018