BdNewsEveryDay.com
Monday, February 18, 2019

মেসিকে নিয়ে চিন্তা নেই; আর্জেন্টিনাকে হারাতে চান কুতিনহো

Thursday, October 11, 2018 - 838 hours ago

আগামী মঙ্গলবার ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ফুটবল অঙ্গণ। কিন্তু আফসোসের বিষয় হলো, ম্যাচটিতে খেলবেন না আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। লিওনেল মেসির অনুপস্থিতিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ এতটুকু কমবে না বলে বিশ্বাস ফিলিপ কুতিনহোর। 

বার্সেলোনায় একই জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন মেসি-কুতিনহো। জাতীয় দলের ম্যাচে প্রতিপক্ষ শিবিরে ক্লাব সতীর্থের অনুপস্থিতির কথা না ভেবে দলকে জেতানো নিয়ে ভাবছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর  মাঠে নামেননি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। খেলবেন না এ ম্যাচেও। তিনি আদৌ কবে জাতীয় দলের হয়ে খেলবেন, তা অনিশ্চিত।

একই ক্লাবে খেলা সত্ত্বেও মেসির সঙ্গে আন্তর্জাতিক ফুটবল নিয়ে আলোচনা হয় না বলে জানিয়েছেন কুতিনহো। তিনি বলেছেন, 'সে না খেললেও ম্যাচটি অনেক বড় হবে। আন্তর্জাতিক ফুটবলে এটা অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা। মেসি খেলুক বা নাই খেলুক আমি আর্জেন্টিনাকে হারাতে চাই। ভালো খেলা আর ম্যাচটা জেতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।'


bdnewseveryday.com © 2017 - 2018