BdNewsEveryDay.com
Saturday, February 16, 2019

ভিডিওতে মহসিনের ‘বাউলা অন্তর’

Thursday, October 11, 2018 - 838 hours ago

ভিডিওতে মহসিনের ‘বাউলা অন্তর’ গঙ্গীতশিল্পী শেখ মহসিন ইউটিউব যুগে সবার কাছে পরিচিত হয়েছেন ‘ময়না’ গানের মাধ্যমে। এবার ‘বাউলা অন্তর’ শিরোনামে আরো একটি গানের অডিও-ভিডিও নিয়ে হজির হচ্ছেন প্রতিভাবান এই কণ্ঠশিল্পী। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ডিএমএস, তাদের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজে প্রকাশ করেছে গানটি। গানটির কথা ও সুর করেছেন শেখ মহসিন নিজেই আর সঙ্গীতায়োজন করেছেন সচি সামস। মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে মডেল হয়েছেন হামজা ও আদিবা ইভা। থাকছে শেখ মহসিনের উপস্থিতিও। গানটির ভিডিও নিয়ে সৈকত নাসির বলেন, মহসিনের কণ্ঠ এক কথায় অসাধারণ। গানটির সুর ভালো হয়েছে। গান এখন শোনার পাশাপাশি দেখার বিষয়টাও গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে গানটির গল্পনির্ভর একটি ভিডিও শ্রোতারা দেখতে পারবেন। আমার কাছে মনে হয় দর্শক-শ্রোতা হতাশ হবেন না। ধ্রুব মিউজিক স্টেশনের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।


bdnewseveryday.com © 2017 - 2018