BdNewsEveryDay.com
Saturday, December 15, 2018

মাহি-তায়েবের সিনেমা এ মাসেই

Thursday, October 11, 2018 - 838 hours ago

মাহি-তায়েবের সিনেমা এ মাসেই ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে ‘অন্ধকার জগৎ’। পরিচালক বদিউল আলম খোকন বলেন, আমরা একটি গল্পভিত্তিক ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। এখানে প্রথমবারের মতো মাহি ও ডি এ তায়েব জুটি হয়েছেন। বেশ কিছু শ্রুতিমধুর গানও আছে। ছবিটি ১৯ অক্টোবর মুক্তি দিতে চাই। আমাদের প্রত্যাশা দর্শক ছবিটি দেখে বিনোদিত হবেন। এই সিনেমার উল্লেখযোগ্য গানের মধ্যে ‘জনমের আগে’ শিরোনামের গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ্রদেব ও ন্যান্সি। ছবিতে ‘রোমিওর খোঁজে এলো এই জুলিয়েট’ শিরোনামের একটি আইটেম গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রোমানা ইসলাম রমা। ছবিটি প্রযোজনা করেছে এসজি প্রোডাকশন। ছবিতে মাহি একটি আইটেম গানেও অংশ নিয়েছেন।


bdnewseveryday.com © 2017 - 2018